চকবাজার থেকে ওয়াসা—শোধরাল না কুটুমবাড়ি

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করে ভোক্তার জলে ধরা পড়েছিল কুটুমবাড়ি রেস্তোরাঁর চকবাজার শাখা। এবার নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ এবং রান্নার জন্য কেটে রাখা পোকাসহ বেগুন নিয়ে ধরা পড়ল কুটুমবাড়ি রেস্তোরাঁর ওয়াসা শাখা। এছাড়া গ্রাহকের অভিযোগও ছিল এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে নগরের ওয়াসা মোড়ে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

এদিকে একই অভিযানে নগরের জাকির হোসেন রোডের খুলশী আবাসিক এলাকার ২ নম্বর রোডের এলাকার কোরিয়ান রেস্টুরেন্ট খুলশী হিলে মেয়াদোত্তীর্ণ পণ্য, খাবার ও তৈরির বিভিন্ন সস ও অন্যান্য উপাদান একইসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্রাহকের অভিযোগে আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও  পড়ুন : মেয়াদ ছাড়া দই দিয়ে লাচ্ছি বানায় কুটুমবাড়ি

এ বিষয়ে সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, আজকের তদারকি কার্যক্রমে নগরের ওয়াসা এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁয়া বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক গ্রাহকের অভিযোগে করা হয় আরও ১২ হাজার টাকা জরিমানা। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে নেওয়া হয়েছে মুচলেকা এবং ভবিষ্যতের জন্য করা হয় সতর্ক।

তিনি আরও বলেন, খুলশী এলাকার কোরিয়ান রেস্টুরেন্ট খুলশী হিল নামের প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা এবং গ্রাহকের অভিযোগে করা হয়েছে ৪ হাজার টাকা জরিমানা। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সকালে নগরের কুটুমবাড়ি রেস্তোরাঁর চকবাজার শাখায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm