চকবাজারে টিনের চাল কেটে চোর নিয়ে গেল ৩ লাখ টাকা

নগরের চকবাজার এলাকার একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিনের চাল কেটে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে।

বুধবার (২৬ অক্টোবর) রাত ১২টার পর কোনো এক সময়ে কাঁচাবাজারের বিপরীতে আজিজ মোবাইল সেন্টারে এ চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় দোকান মালিক তালা খুলে দেখতে পান সিন্দুক খোলা এবং টিনের চাল কাটা। ড্রয়ারে রাখা টাকা নেই।

এদিকে খবর পেয়ে চকবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে দোকান মালিক মো. আবদুল আজিজ আলোকিত চট্টগ্রামকে বলেন, গতকাল (বুধবার) রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় দোকান খুলে দেখি টিনের চাল কাটা এবং টাকা রাখার সিন্দুক খোলা পড়ে আছে। সিন্দুকের ড্রয়ারে প্রায় তিন লাখ টাকা ছিল। তবে মোবাইল সেট ও অন্যান্য জিনিসপত্র অক্ষত আছে।

দোকানে সিসি ক্যামেরা থাকলেও সেটি চালু ছিল না উল্লেখ করে তিনি বলেন, থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm