ঘুরতে গিয়ে নিখোঁজ প্রবাসী, লাশ মিলল কাঞ্চনা খালে

ফটিকছড়ি উপজেলার ভুজপুরে নিখোঁজের তিনদিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের কাঞ্চনা খাল থেকে ওই প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. আবদুস সালাম (৫০)। তিনি একই গ্রামের শেখ আহাম্মদের ছেলে। সংসারে তাঁর স্ত্রী, ১২ এবং ১০ বছরের দুইজন পুত্র সন্তান রয়েছে।

নিহতের চাচাত ভাই মু. জামাল উদ্দিন জানান, গত দুই মাস আগে অসুস্থ অবস্থায় দেশে ফেরে সে। গত ৩০ জুন রাতে ঘর থেকে বাইরে বের হয়ে আর ফিরেনি। স্ত্রী-সন্তানরা অনেক জায়গায় খোঁজাখুজির পরও তাকে পায়নি। আজ শনিবার সকালে প্রতিবেশী লোকজন কাঞ্চনা খালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে মো. সালমান বলেন, ‘বাবার সাথে কারো বিরোধ নেই। পরিবারে ঝামেলা নেই। তবে তিনি অসুস্থ ছিলেন।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, ‘লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যসের সাথে কথা বলেছি। তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়েছেন।’

আরবি/আক্কাছ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm