ঘাম ঝরানো জয় পাকিস্তানের, ব্যর্থতার বৃত্তেই টাইগারদের ব্যাটিং

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেতে বেশ ঘাম ঝরল পাকিস্তানের।

টি-টোয়েন্টিতে ১২৮ রানের লক্ষ্য একেবারে মামুলি। তার ওপর প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান। কিন্তু বাবর বাহিনী সেই লক্ষ্য পার করল ৪ বল বাকি থাকতে। এজন্য তাদের হারাতে হয়েছে ৬ উইকেট।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। দলের খাতায় ২৪ রান যোগ হতেই চার ব্যাটসম্যান সাজঘরে ফেরে তাদের। রিজওয়ানকে (১১ রান) বোল্ড করে শুরুটা করেন মুস্তাফিজ। এরপর তাসকিন ফেরান বাবর আজমকে (৭)। কিছু সময় পর মেহেদীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হায়দার আলী (০)। আর সোহানের থ্রোয়ে শোয়েব মালিক আউট হন গাছাড়া ভাবের কারণে। এরপর ফখর জামান ও খুশদিল শাহের ৫৬ রানের জুটি দলকে খাদের কিনারা থেকে তুলে আনে।

দলীয় ৮০ রানে ফখর (৩৪) এবং ৯৬ রানে খুশদিল (৩৪) আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন সাদাব ও নাওয়াজ জুটি।

আরও পড়ুন : আর্জেন্টিনাকে জয় এনে দিলেন দি মারিয়া

টাইগার বোলারদের মধ্যে তাসকিন ২টি এবং মেহেদী, মুস্তাফিজ ও শরিফুল ১টি করে উইকেট নেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ বাহিনীর ব্যাটিং সেই ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিল।
দলের খাতায় ৬১ রান তুলতেই প্রথম সারির ৫ ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। এরপর নিচের সারির মেহেদীর অপরাজিত ৩০ রানের ইনিংসে বাংলাদেশ ১২৭ রানের সংগ্রহ দাঁড় করায়।

অন্যদের মধ্যে আফিফ (৩৬) ও নুরুল (২৮) ছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

পাক বোলারদের মধ্যে হাসান আলী ২২ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া ওয়াসিম ২টি এবং নওয়াজ ও সাদাব ১টি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার ওঠে হাসান আলীর হাতে।

আাগামীকাল শনিবার (২০ নভেম্বর) এই মিরপুরের মাঠেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!