ঘর নয়, যেন মাদকের আখড়া—৫ কোটি টাকার আইস-ইয়াবাসহ তরুণী ধরা

কক্সবাজারের টেকনাফে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক আসামি গুলফরাজ (৩৫) উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আলী হোসেনের মেয়ে। দুই বছর আগে কথিত বন্দুকযুদ্ধে তার স্বামী মালেক মিস্ত্রি মারা যান।

রোববার (৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ নতুন পল্লানপাড়ার নিজ বসতঘর থেকে আটক করা হয়।

আরও পড়ুন: এবার ২২ বছরের তরুণীর কাছে মিলল ভয়ঙ্কর মাদক ‘আইস’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযানে গুলফরাজের ঘর থেকে এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও সাড়ে পাঁচ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm