ফটিকছড়িতে পুকুরে ডুবে আঁখি মনি নামের ৫ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চননগর গ্রামের ইসলাম সওদাগরের বাড়ির পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আঁখি মনি হাফেজ কোম্পানির বাড়ির আশরাফ আলী কালুর বড় মেয়ে। কালুর এক বছরের একটি ছেলেও রয়েছে।
আরও পড়ুন: পুকুরে ভাসছিল জুতা—উদ্ধার হলো শিশুর লাশ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আঁখি মনি আজ (শনিবার) দুপুর ২টার দিকে পরিবারের অগোচরে ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষণ না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের বাসিন্দা জাহাঙ্গীর ও বাবু প্রায় তিনশ ফুট দূরের একটি পুকুরে তাকে ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, আঁখি মনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।