আনোয়ারায় আগুনে পুড়েছে এক নারী ইউপি সদস্যের বসতঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এ আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (১৬ জুলাই) ভোররাত ৩টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া জাহেদ তালুকদার বাড়ির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাহেদা বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য জাহেদা বেগম জানান, বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আমরা কোনোভাবে ঘর থেকে বের হই। আগুনে কোরবানির গরু কেনার জন্য রাখা এক লাখ ১২ হাজার টাকাসহ আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আগুন দেখার সঙ্গে সঙ্গে আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুস সামাদ জানান, রায়পুর ইউনিয়নে কারও বাড়িতে এ ধরনের অগ্নিকাণ্ডের কোনো খবর পাইনি। এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।