নগরের চকবাজারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. বারেক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম কলেজের হোস্টেলের পূর্ব গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: জেলেপাড়ায় অস্ত্র নিয়ে ঘুরছিল ৩ তরুণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (বুধবার) সকাল ৮টার দিকে প্যারেড মাঠ থেকে খেলা শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন বারেক। চট্টগ্রাম কলেজের হোস্টেলের পূর্ব গেইট এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/আরবি