ঢাকার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন আসামি মঞ্জুরুল আলম।
বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে শাহবাগের সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়ার শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহারছড়ার প্রতারক মঞ্জুরুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আরও পড়ুন : দোষ স্বীকার করে জরিমানায় মুক্ত নারীসহ গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা
মামলার বাদি দেলোয়ার হোসেন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে টাকা দাবি করেন মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন। তাই আমি মঞ্জুরুলসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার দেলোয়ার হোসেন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
বলরাম/ডিসি