চট্টগ্রামে আহম্মদ আলী (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে তাঁকে কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা গ্রেপ্তার করা হয়।
আহম্মদ আলী চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের রৌশন আলীর ছেলে।
এদিকে আওয়ামী লীগ নেতা আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি বলেন, আহম্মদ আলীকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
তবে আলীকে গ্রেপ্তারের কারণ কিংবা তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানা যায়নি।
জেজে/আলোকিত চট্টগ্রাম