লাখ টাকার কাবিনের চাপ, গ্যারেজে মিলল ঝুলন্ত লাশ

রাউজানে মমতাজুল হক নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া বটতল বাজারের একটি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় মুহূর্তেই লাশ বাবুল

নিহত মমতাজ একই ওয়াডের মৃত মো. আব্বাসের ছেলে৷ তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টায় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডাস অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে তিনি ঘর থেকে বের হন। এ সময় নিজের মোবাইল ফোন ঘরে রেখে যান। এরপর গ্যারেজে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের স্ত্রী আরও বলেন, তার স্বামীর কাছ থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেছেন। সেই টাকা পরিশোধ নিয়ে তিনি চিন্তায় ছিলেন।

আরও পড়ুন: রাতের আঁধারে হঠাৎ ট্রাকের ধাক্কা, মুহূর্তেই লাশ যুবক

নিহতের ছেলে মো. ফারুক বলেন, আমার বাবা আবারও বিয়ে করেছিলেন বলে শুনেছি। ওই নারীর কাবিন বাবদ ১ লাখ টাকা চেয়েছিলেন স্ত্রীর আত্মীয় জাহাঙ্গীর।

জানতে চাইলে রাউজান থানার উপপরিদর্শক (এস আই) সাব্বির আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!