নগরের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পুনর্নির্মাণের জন্য ২৮টি নকশা প্রণয়ন করেছে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার। ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য শৈলী অনুসরণ করে এই ডিজাইন প্রণয়ন করেছে সংস্থাটি।
এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শনিবার (২৬ মার্চ) দুপুরে স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হয়। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
আরও পড়ুন: ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি
অনুষ্ঠানে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদ সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দে, সৌমিত্র ভৌমিক, লেনিন পাল, সঞ্জয় ভৌমিক কনকন, ইঞ্জি. কীর্তিমান সাহা, ইঞ্জি. শৈবাল ভৌমিক, বিশ্বনাথ দাশ বিশু, অ্যাডভোকেট নিখিল নাথ, সুমন দেবনাথ, অমর কৃষ্ণ নাথ, রুভেল দে, রতন সেন মুন্না, ইঞ্জি. তুহিনসহ সংশ্লিষ্ট স্থপতি ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।