গোয়ালপাড়ায় রাতের আঁধারে গাঁজা বেচে নারীসহ ৩ জন, যুবক ধরা

নগরের কোতোয়ালী থানার গোয়ালপাড়া বস্তি থেকে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজাসহ মো. মহিম (২০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ আগস্ট) রাত ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

আরও পড়ুন: ১১ কেজি গাঁজা নিয়ে আমিন সেন্টারের সামনে ঘুরছিল ২ যুবক

তিনি বলেন, গোয়ালপাড়া বস্তি এলাকার রেলওয়ের উচ্ছেদ করা জায়গায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা কেনা-বেচার জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে অভিযান চালালে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে এসময় ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজাসহ মহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আরশাদ উল্লাহ (৫০) ও মমতাজ বেগম (৪০) নামে দুজন তার কাছে গাঁজা বিক্রি করেছে বলে জানায় মহিম। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার মহিমের বিরুদ্ধে আগেও দুটি মাদকের মামলা রয়েছে। পলাতক আসামি আরশাদ উল্লাহর বিরুদ্ধে ৩টি ও মমতাজ বেগমের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার মহিমের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নেজাম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm