চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে ক্যামেরা নিয়ে রুমে রুমে তল্লাশি চালানো ভাইরাল হান্নান রহিম তালুকদার অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৭ জুন) রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
এর আগে গত শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামে একটি ফেসবুক আইডিতে চট্টগ্রাম নগরের একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হয়। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উঠে সমালোচনার ঝড়।
ভাইরাল হওয়া ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বহদ্দারহাটে একটি গেস্ট হাউসের প্রধান ফটকের দরজা খোলা হয়। গেস্ট হাউসের অভ্যর্থনা কক্ষে গিয়ে কোন কক্ষে অতিথি কারা কারা আছেন, জানতে চান ওই ব্যক্তি। একপর্যায়ে ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে আনা হয়। তাঁদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়। কেন, কার সঙ্গে এসেছেন—এসব প্রশ্নও করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে সাংবাদিককে যুবদল নেতা বাদশার হুমকি
একজন অতিথি স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য এসেছেন বলে জানান। তাঁর কাছে স্ত্রীর নাম এবং স্ত্রীর কাছে শ্বশুরের নাম জানতে চাওয়া হয়। তাঁরা এসব উত্তর ঠিকঠাক দেওয়ার পরও আবার প্রশ্ন করা হয়, আপনারা যে স্বামী-স্ত্রী, তা কি নিশ্চিত? সেখান থেকে আবার হোটেলের অভ্যর্থনা কক্ষে গিয়ে রেজিস্টার খাতা যাচাই করেন তিনি। এরপর আরেকটি কক্ষে নিয়ে যেতে বলেন হোটেলের কর্মচারীদের। ওই কক্ষের সামনে গিয়ে কড়া নাড়ার পর দরজা খোলা হয়। একজন তরুণ বেরিয়ে এলে কক্ষে আর কে আছেন, জানতে চাওয়া হয় তাঁর কাছে। এ সময় এক তরুণীকে দেখা যায়। তাঁদের পরিচয়পত্র দেখতে চান তিনি। দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা দুজন বিবাহিত বলে জানান। এসময় তিনি তাঁদের বিয়ে হয়নি এবং সঠিক তথ্য নিয়ে তিনি এখানে এসেছেন বলেও জানান।
এদিকে হান্নান রহিম তালুকদার নিজের ফেসবুক আইডিতে দেখা গেছে, তিনি দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি২৪–এর চেয়ারম্যান । ফেসবুকের দেওয়া বিভিন্ন ছবি-ব্যানারে নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলে উল্লেখ করেছেন। এছাড়া মহানগর ও জেলার বিএনপির নেতাদের সঙ্গে বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করেছেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী উল্লেখ করে পোস্টার ও ব্যানারের ছবিও পোস্ট করেছেন তিনি।
পুলিশ বলছে, গেস্ট হাউসে এভাবে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন না কোনো সাংবাদিক। কোনো গেস্ট হাউস কিংবা হোটেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।
এদিকে গ্রেপ্তার হান্নান রহিম তালুকদারের বিরুদ্ধে গেস্ট হাউস কর্তৃপক্ষ মামলা করেছে বলে জানা গেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানায়ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ রাত ১১টার দিকে কোতোয়ালী থানার মোড় থেকে হান্নান রহিম তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (১৭ জুন) সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম