গৃহবধূকে রক্তাক্ত করে জেলে যেতে হলো সেই যুবককে

রাউজানে গৃহবধূকে ঝর্ণা শীলকে (৩৫) রক্তাক্ত করার ঘটনায় গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে পলাশ শীল (৩০) নামের ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় রাউজান থানা পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) সকালে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলপাড়ায় বসতভিটার বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ ঝর্ণা শীল আহত হন। এ ঘটনায় গৃহবধূর স্বামী প্রভাত কুমার শীল বাদি হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় পলাশ শীলকে প্রধান করে ৭ জনের নাম উল্লেখ এবং ৪ জনকে অজ্ঞাতসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার পর প্রধান আসামি পলাশ শীলকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন: বসতভিটার বিরোধে রক্তাক্ত নারী

যোগাযোগ করা হলে গৃহবধূ ঝর্ণা শীলের স্বামী প্রভাত কুমার শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, নারীকে আহত করার ঘটনায় শনিবার নিয়মিত মামলা করা হয়। মামলার পর এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!