কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মো. লুৎফর রহমান (৩৮) প্রকাশ লুতু ডাকাত নিহত হয়েছেন। তিনি পালংখালী নলবুনিয়া এলাকার জালাল আহমদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালী ইউনিয়নের থ্যাংখালী নলবুনিয়া চিংড়ি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন সূত্র জানায়, পালংখালী বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. এজাজুল হকের নেতৃত্বে টহলের সময় একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢোকার খবর মেলে। সেখানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে লুতু ডাকাতের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশে তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, লুতুর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। এরমধ্যে চারটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতি, তিনটি মাদক এবং দুটি অন্যান্য মামলা।
আলোকিত চট্টগ্রাম