হরিষে বিষাদ—গান-বাজনা করে সমুদ্রসৈকত থেকে ফেরার পথে গুনতে হলো জরিমানা

নতুন বছরের প্রথম দিনে পারকি সমুদ্রসৈকতে ঘুরে ফেরার পথে রাস্তায় উচ্চ শব্দে গান বাজিয়ে চলছিল শব্দ দূষণ। এ অপরাধে ৫টি গাড়িকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার ও চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

আরও পড়ুন: আচরণবিধি না মেনে জরিমানা খেলেন ৩ প্রার্থী

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, পারকি সমুদ্রসৈকত থেকে ফেরার পথে চাতরী ও কাফকো সেন্টার সড়কে উচ্চ শব্দে গান-বাজনা বাজিয়ে শব্দ দূষণের অপরাধে ৫টি গাড়িকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!