গুদামে মিলল বিপুল পরিমাণ কারেন্ট জাল, আটক ১

রাঙামাটির রিজার্ভ বাজারের একটি ভবন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ ১ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি গোডাউনের দায়িত্বে থাকা কর্মচারী।

অভিযানের খবর পেয়ে কিছু দোকানদার পালিয়ে গেলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।

নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। এমন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কাপ্তাই লেকে আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় কারেন্ট জাল বিক্রির তথ্য পেয়ে এক দোকানদারকে অনুসরণ করে তার গোডাউনে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় সেখানে বিপুল পরিমাণে মজুদকৃত কারেন্ট জাল আমরা জব্দ করেছি।

এই ধরনের নিষিদ্ধ জাল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অভিযানে নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল এসপি কীর্তিমান চাকমা, রাঙামাটি অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইউছুপ সিদ্দিকী, ইন্সপেক্টর রাসেল চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!