চকরিয়ায় বাসচাপায় দেব কুমার ধর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানের সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেব কুমার ধর একই উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডেরর ধরপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন : ইটভর্তি ট্রাক পিষে মারল আবুল খায়ের কোম্পানির ফিল্ড সুপারভাইজারকে
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার এসআই এমএ নোমান বলেন, আজ বেলা ১২টার দিকে দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুড়ির দোকানের সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি যাত্রীবাহী বাস এসে তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো.আরিফুল আমিন বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আরবি

