লোহাগাড়ায় একটি পিকআপ ভ্যান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় পালিয়ে যায় চালক। এসব গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাজী রাস্তার মাথা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর এসব গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : অস্ত্র-গাঁজা নিয়ে যুবক ঘুরছিল মালঘর বাজারে
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের গাড়ি দেখে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে রেখে কয়েকজন লোক পালিয়ে যায়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ৫০ কেজি গাঁজাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যাযনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি।
এসএস/আরবি