গাছের চারা উপড়ে ফেলায় বাধা, পিতা-পুত্রের হাতে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা

রাউজানে গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় বাধা দেওয়ায় মুক্তিযোদ্বা আবু জাফর চৌধুরীকে শারীরিভাবে লাঞ্ছিত করেছে প্রতিবেশী নেজাম উদ্দিন ও তার দুই পুত্র গিয়াস উদ্দিন ও মুরাদ উদ্দিন ।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে ৭ নম্বর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নজমুল হুদা চৌধুরীর বাড়ির সড়কে এ ঘটনা ঘটে ।

আরও পড়ুন: ‘মুক্তিযোদ্ধার সঙ্গে প্রতারণা’—অনুদানের নামে হাতিয়ে নিল ৪৩ হাজার টাকা

এদিকে ঘটনার পর ভুক্তভোগী ওই মুক্তিযোদ্বা রাউজান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এরপর বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনায় অভিযুক্ত কাউকে পুলিশ এখনো আটক করেনি।

ভুক্তভোগী মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী বলেন, মঙ্গলবার বিকালে বাড়ির সামনে সড়কের পাশে আমাদের জায়গায় নির্মাণ করা ফলদ গাছের চারা তুলে ফেলে দেয় প্রতিবেশী নিজাম উদ্দিন ও তার পুত্র গিয়াস উদ্দিন ও মুরাদ উদ্দিন । এ সময় খবর পেয়ে আমি দৌড়ে এসে প্রতিবাদ করলে তারা তিনজন এসে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ।

আরও পড়ুন: করোনায় মৃত্যু—বীর মুক্তিযোদ্ধার লাশ ‘কবরে’ নিতে বাধা, অ্যাম্বুলেন্স ঠেকাতে ‘ব্যারিকেড’

এ ঘটনায়ে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় মুক্তিযোদ্বা আবু জাফর চৌধুরী থানায় একটি অভিযোগ দিয়েছেন। এরপর বুধবার সকালে এস আই সাব্বির আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm