চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) শহীদপাড়া ইদ্রিছ কোম্পানির বাড়ী এলাকা থেকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
আরও পড়ুন: বাবা মদ বেচেন—ছেলে গাঁজা
আটকরা হলেন- কক্সবাজারের পেকুয়ার জালিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজুল করিমের ছেলে মো. সোয়াইব প্রকাশ সফি (২৮) ও কুমিল্লার লাকসাম থানার শাহপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে জোবায়েদ হোসেন রানা (২০)।
পুলিশ জানায়, আটকরা নগরের ডবলমুরিং এলাকার কালু নামের একজনের কাছ থেকে পাইকারিতে গাঁজা কিনত এবং পরে বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়।
সিএম/আরবি