নগরে একটি ফ্ল্যাট বাসা থেকে ২০ কেজি গাঁজা ও ৩শ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
সোমবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
এর আগে গত শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জাহিদুলের ফ্ল্যাট বাসায় অভিযান চালায় র্যাব-৭।
আটক জাহিদুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার চাকমারডুরি এলাকার আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা-গাঁজা নিয়ে ২ নারীর সঙ্গে ধরা খেল যুবক
র্যাব জানায়, জাহিদুল বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ১১ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ওয়ারড্রোবের ভেতর একটি প্লাস্টিকের বস্তা ও একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
এ বিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদুল তার সহযোগীসহ অন্য মাদক ব্যবসায়ীদের নিয়ে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক এনে মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরায় বিক্রি করে আসছিল বলে জানায়। উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।