গহীন বনের ‘মলুরাজ’ অজগর লোকালয়ে

কক্সবাজারে বিলুপ্ত প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে দক্ষিণ বন বিভাগ।

রোরবার ( ৮ আগষ্ট ) বিকাল ৫টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বড় ইনানী এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় সেখানে।

বনবিভাগ সূত্রে জানা যায়, রোরবার বিকালে সাপটি বড় ইনানীর লোকালয়ে ঢুকে পড়লে এলাকাবাসীর নজরে আসে। পরে খবর পেয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। অজগরটি প্রায় ৭ ফুট লম্বা।

আরও পড়ুন: অজগর: চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩১ ডিমে ২৮ বাচ্চা 

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, বনে বিভিন্ন প্রজাতির অজগর সাপ রয়েছে। উদ্ধার হওয়া অজগরটি মলুরাজ প্রজাতির। সাপটি দুই থেকে আড়াই বছর বয়সের এবং ওজন ২০-২৫ কেজি হবে।

পরে উখিয়া ইনানী রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠুর নেতৃত্বে বনকর্মী ও সিপিজি সদস্যরা ইনানী বিটের সংরক্ষিত গভীর বনাঞ্চলে বিলুপ্ত অজগরটি অবমুক্ত করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!