হঠাৎ গ্লাসের কাঁচ গলায় ঢুকে কৃষক লাশ

সীতাকুণ্ডের গ্লাসের কাঁচ ভেঙে গলায় ঢুকে জয়নাল আবেদীন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) ইফতারের পর মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথেই লাশ ছাত্রী, প্রতিবাদে ৩ ঘণ্টা রাস্তা অবরোধ

নিহত জয়নাল আবেদীন মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের চাঁন মিয়া মোল্লাবাড়ির ফোরক আহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার ইফতারের পর স্ত্রী ও ছেলেদের সঙ্গে জয়নালের কথা কাটাকাটি হয়। দেড় ঘণ্টা পর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

এসময় পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে তাঁকে উপর থেকে নামানোর সময় হঠাৎ নিচে পড়ে ফ্লোরে থাকা কাঁচের গ্লাস ভেঙে গলায় ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফেসবুকে পোস্টের ১ ঘণ্টা পরেই লাশ যুবক

নিহতের ছেলে মো. কামরুল হোসেন বলেন, ইফতারের পর আমার বাবা সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে দড়ি খুলে নামানোর সময় হঠাৎ তিনি নিচে পড়ে গেলে গ্লাস ভেঙে গলায় ঢুকে পড়ে। এসময় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm