গলায় রশি পেঁচিয়ে খুন, যাবজ্জীবন জেলে থাকতে হবে পাষণ্ড স্বামীকে

স্ত্রীকে খুনের দায়ে মো. সজীব (৩২) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩০ এপ্রিল) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সজীব ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কড্ডা দক্ষিণ হাড়ি এলাকার রাজ্জাক মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

আদালত সূত্র জানায়, স্ত্রীকে খুন করায় সজীবকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে এক কন্যা সন্তান নিয়ে সজীবের স্ত্রী সোহানা আক্তার নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়া মৃত সিরাজদৌলার বাড়ির বাবার বাসায় থাকতেন। কিন্তু সজীব তাদের খোঁজখবর রাখতেন না। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। পরে পরিবার এবং পাড়া-প্রতিবেশীর হস্তক্ষেপে সোহানার বাবার বাড়িতেই সংসার করছিলেন তারা।

২০১৬ সালের ৬ অক্টোবর সকালে সোহানার পরিবার ঘরের ভেতর তার মরদেহ দেখে সজীবকে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে সুরতহাল রিপোর্টে জানা যায়, সোহানাকে গলায় রশি পেঁচিয়ে খুন করা হয়।

এ ঘটনায় সোহানার বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন।

এরপর ২০১৭ সালের ১৭ জানুয়ারি সজীবকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। একই বছরের ২২ আগস্ট চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত। এ মামলায় ১৩ জন সাক্ষ্য দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm