হালিশহরে হোটেলে তরুণীর গলাকাটা লাশ, রুমে ছিলেন বউ—জামাই পরিচয়ে

হালিশহরের বড়পুল এলাকার একটি হোটেল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে হালিশহর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে ও হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ওইদিন সকাল ৮টা ১৫ মিনিটে এক ব্যক্তি আগ্রাবাদ এক্সেস রোডের রোজ উড আবাসিক হোটেলে একটি রুম ভাড়া নেন। এরপর তার একটি জাতীয় পরিচয়পত্রের কপি দেন। যেটিতে তার নাম উল্লেখ ছিল কামরুল হাসান। বাড়ি কুমিল্লার বরুড়া থানার মুগজি এলাকায়।

আরও পড়ুন: ৫ ছেলের লাশের পাশেই এক মায়ের বুকফাটা আর্তনাদ

এরপর বিকাল ৪টা ১৪ মিনিটে তিনি নিচে নামেন। এ সময় এক মহিলা এলে তিনি রিসিপশনে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেওয়া ৮০২ নম্বর রুমে নিয়ে যান। বিকাল সাড়ে ৫টায় ওই ব্যক্তি পোশাক পরিবর্তন করে হোটেল থেকে বেরিয়ে যান। রাত ১১টা পর্যন্ত ওই রুম থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে রুম খুলে রক্তাক্ত অবস্থায় নারীর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm