গরু জবাই দেখে হঠাৎ বুকের ব্যথা, সাবেক সেনা অফিসারের মৃত্যু

কোরবানির পশু জবাই দেখে  মৃত্যুর কোলে ঢলে পড়লেন বায়েজিদ থানার ক্যন্টনমেন্ট এলাকার  সাবেক সেনা অফিসার মো. জসিম উদ্দিন (৬০)।

কোরবানের ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো সাবেক সেনা অফিসার মো. জসিম উদ্দিনের পরিবারে।

বুধবার (২১ জুলাই) সকালে তিনি মৃত্যুর  কোলে ঢলে পড়েন।

জানা যায়, নগরের বায়েজিদ ক্যান্টনমেন্ট এলাকার মসজিদে সবার সঙ্গে ঈদের নামাজ শেষে গরু জবাইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন সাবেক জসিম উদ্দিন। গরু জবাইয়ের দৃশ্য দেখে বুকে ব্যথা অনুভব করছেন বলে অজ্ঞান হয়ে পড়ে যান  তিনি ।

স্বজনেরা কোরবানির মাংস কাটা ফেলে দ্রুত  সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm