রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে নগরের উত্তর পতেঙ্গা, কাটগড় বাজার ও পিএস আই মার্কেট এলাকায় তিনি ইফতার বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ আয়োজন করা হয়।
এসময় ইকবাল হোসেন বলেন, গরিব, অসহায়, কর্মহীন মানুষের জন্য চিন্তা করেন তারেক রহমান। তাঁরই নির্দেশে আজকের এই আয়োজন।
আরও পড়ুন : সংকট উত্তরণে দেশের মানুষের আস্থা তারেক রহমান : মীর হেলাল
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। ইতিবাচক কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, পতেঙ্গা-হালিশহর শ্রমিক দলের সহসভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মো. ইয়াছিন, মাস্টার ফজলু, মো. আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ, শাকিল ও রিয়াদ।
আলোকিত চট্টগ্রাম