গণি বেকারিতে ইঁদুর—তেলাপোকা, কাঁধে উঠল দেড় লাখ টাকার অর্থদণ্ড

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করায় গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করার অপরাধে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলাপোকা—ইঁদুর খাচ্ছিল মানুষের খাবার, ৩ বেকারিকে অর্থদণ্ড চসিক ম্যাজিস্ট্রেটের

তিনি আরও বলেন, নগরের সিরাজউদ্দৌলা রোড ও লালখানবাজার এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!