গণপরিবহনে লাগছে স্টিকার, টাঙানো হচ্ছে ভাড়ার তালিকা

ডিজেল ও সিএনজিচালিত গণপরিবহনে স্টিকার লাগিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পরিবহন সংগঠনগুলোর নেতাদের উপস্থিতিতে সিএমপি ট্রাফিক বিভাগ ও বিআরটিএর যৌথ উদ্যোগে স্টিকার লাগানোসহ ভাড়া নির্ধারণী তালিকা টাঙানো হয়।

নগরের ষোলশহর ২ নম্বর গেটে ডিজেলচালিত গণপরিবহনে লাল এবং সিএনজিচালিত গণপরিবহনে সবুজ স্টিকার লাগানোসহ ভাড়া নির্ধারণী তালিকা টাঙানো হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির (ট্রাফিক) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আলী হোসেন।

আরও পড়ুন : ‘গণপরিবহন’—চট্টগ্রামে বাড়তি ভাড়া বন্ধে নতুন সিদ্ধান্ত

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির (ট্রাফিক) উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান, সার্জেন্ট আরাফাত আহম্মেদ, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ও বিআরটিএর পরিদর্শক মো. ফাহাদ সিকদার।

এছাড়া নগরের টাইগারপাস মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির (ট্রাফিক) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন (ট্রাফিক) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. শরীফুল ইসলাম ও টিআই (প্রশাসন-দক্ষিণ) অনিল চাকমা।

নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপির (ট্রাফিক) পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক আহম্মদ। আরও উপস্থিত ছিলেন ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সামীম কবীর, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. আরিফ হোসেন, টিআই (প্রশাসন-পশ্চিম) বিপ্লব কুমার পাল ও সার্জেন্ট পুলক দেব।

কাস্টমস মোড়ে স্টিকার লাগিয়ে এবং ভাড়া নির্ধারণী তালিকা টাঙিয়ে কার্যক্রম উদ্বোধন করেন সিএমপির (ট্রাফিক) বন্দর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছত্রধর ত্রিপুরা। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মিজানুর রহমান ও টিআই (প্রশাসন-বন্দর) মো. রেজাউল করিম রেজাসহ বিআরটিএর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!