নদীতে পড়ল ৫ বছরের শিশু, খোঁজ মিলছে না মাতামুহুরীতে

চকরিয়ায় মাতামুহুরী নদীতে পড়ে ওমর ফারুক (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। ওই শিশুকে খুঁজতে চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বেগম আয়েশা উচ্চ বিদ্যালয় পয়েন্টে ডুবে যায় শিশু ওমর ফারুক। নিখোঁজ ওমর ফারুক ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুন: বিলে মাছ ধরতে গিয়ে লাশ হলো ৯ বছরের শিশু, পানিতে ভাসছিল দেহ

স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার মাহামুদুর রহমান বলেন, সোমবার সকালে মায়ের সঙ্গে নদীতে যান ওমর ফারুক। মা কাপড় ধোঁয়ার ব্যস্ত থাকার ফাঁকে ছেলে নদীতে নেমে পড়ে। এরপর সে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজে তৎপরতা চালায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস। কিন্তু অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।আলোআলোকিত প্রতিবেদককিত প্রতিবেদক

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও শিশু ওমর ফারুকের সন্ধান পাওয়া যায়নি। চট্টগ্রামের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। ডুবুরি দল এলে আবারও উদ্ধারকাজ শুরু হবে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm