খেলতে খেলতে ডোবায়: পানিতে ভেসে উঠল শিশুর লাশ

ফটিকছড়িতে ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফারুকের ছেলে।

আরও পড়ুন: তরুণীর লাশ—সড়কেই, কপালে জখমের চিহ্ন—শরীরে রক্তের দাগ

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আজ (রোববার) দুপুরে শিশুটি বাড়ির ডোবার পাশে খেলছিল। দীর্ঘক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে বের হলে শিশুটির লাশ ডোবায় ভাসতে দেখে। সেখানে থেকে উদ্ধার করে স্থানীয় আবদুল মোনায়েম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, ‘শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আক্কাছ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm