খুলশীতে যুবকের কাছে মিলল ১৭১ বোতল জ্যাক ডেনিয়েল—ব্ল্যাক লেভেল—ভদকা!

নগরে মো. জামাল হোসেন (৪৯) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে খুলশীর জাকির হোসাইন হাউজিং সোসাইটি থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : খুলশীতে খুন—নিজের বিল্ডিংয়ের নিচে ময়লার স্তূপে মালিকের লাশ

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ৪৮ বোতল পাসপোর্ট স্কচ হুইস্কি, ২৯ বোতল স্মিরনফ ভদকা, ২৪ বোতল অ্যাবসোলিউট ভদকা, ২৮ বোতল জ্যাক ডেনিয়েল হুইস্কি, ১৫ বোতল রেড লেবেল হুইস্কি, ৫ বোতল হাই কমিশনার হুইস্কি, ২ বোতল ব্ল্যাক লেভেল ও ২০ বোতল ব্যালেন্টাইন হুইস্কি।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, খুলশী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm