‘মহসিন অ্যান্ড ব্রাদার্স—খুলশীতে পাহাড় কাটছে, ধরা পড়ল ২ জন

খুলশীতে সরকারি কলেজের পশ্চিম-দক্ষিণ পাশে পাহাড় কাটার দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

গ্রেপ্তার দুইজন হলেন- মো. আক্তার হোসেন (২৬) ও মো. রাসেল (২০)।

আরও পড়ুন: ‘পাহাড় কেটে’ ভবন—‘ডকইয়ার্ডে’ পরিবেশ নষ্ট, জরিমানা গুনল ৮ লাখ টাকা

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিদর্শক মো. মনির হোসেন বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয় মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মহসিন হায়দার, সাব ঠিকাদার নোয়াখালী মাইজদীর মাহমুদ ভুঁইয়ার ছেলে মো. শফি, সুনামগঞ্জের বিশ্বপুর থানার ইসলামপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে আক্তার হোসেন এবং ব্রাম্মণবাড়িয়া নাসিরগর থানার ধানবাড়ি গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে মো. রাসেলকে।

এর আগে ৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন সরেজমিন পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পান।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!