খুন করে চট্টগ্রামে পালিয়েও বাঁচল না সিরাজগঞ্জের ব্যবসায়ীর ৩ খুনি

সিরাজগঞ্জ সলংগা থানা এলাকার ব্যবসায়ী মেজবাহ উদ্দিন (৪৫) হত্যার ৩ খুনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ আগস্ট) নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি দল। সিরাজগঞ্জে খুন করে তারা চট্টগ্রাম পালিয়ে এসেছিল।

আরও পড়ুন: ‘নির্যাতনের চিহ্ন’ পেল পুলিশ, তাস খেলার ৭০ টাকার জন্য যুবক খুন

আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলংগা থানার পূর্ব ফরিদপুর ইউনিয়নের লুৎফর রহমান প্রকাশ আবদুল হক (৫৮) এবং তার দুই ছেলে মো. আলাউদ্দিন (৩৪) ও মো. ওবাইদুল্লাহ (২২)।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৭ আগস্ট) জমি বিরোধের জেরে লুৎফর রহমান প্রকাশ আব্দুল হক ও তার দুই ছেলে মো. আলাউদ্দিন শেখ ও মো. ওবায়দুল্লাহ শেখ নৃশংসভাবে পিটিয়ে ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

এ ঘটনায় নিহতের ভাই মো. মাছুদুর রহমান বাদী হয়ে সলংগা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ‘ফেসবুকে প্রেম-টু-বিয়ে’, চট্টগ্রামে এসে খুলনার যুবক খুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, নগরের বাকলিয়া থানা এলাকার কালামিয়া বাজারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm