আর কিছুদিন পর শুরু হবে বর্ষা মৌসুম। নগরের বেশ কয়েকটি বড় খালের উন্নয়নকাজ এখনো শেষ হয়নি।
মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন খালের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।
নগরের চাকতাই খাল, রাজাখালী খাল, চকতাই ডাইভারশান খাল, হিজড়া খাল এবং বহদ্দারহাট, শুলকবহর, প্রবর্তক, মেহেদীবাগ এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কাজ পরিদর্শন শেষে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সিডিএ চেয়ারম্যান।
এই সময় উপস্থিত ছিলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তা এবং সিডিএ কর্মকর্তারা।
আলোকিত চট্টগ্রাম