খারিজ হলো সেই ‘এসপি’ বাবুলের করা পুলিশের ৬ কর্তার বিরুদ্ধে মামলা

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের আবেদন খারিজ হয়ে গেছে। একইসঙ্গে খারিজ হয়ে গেছে কারাগারে নিরাপত্তা চেয়ে করা আবেদনও।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের পক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ।

এর আগে ৮ সেপ্টেম্বর একই আদালতে ২১ পৃষ্ঠার এজাহার দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন- পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাঈমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক (বর্তমানে খুলশি থানার ওসি) সন্তোষ কুমার চাকমা, একেএম মহিউদ্দিন সেলিম (বর্তমানে পাহাড়তলী জোনের সহকারী কমিশনার) এবং চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবির।

মামলার আরজি গ্রহণ করে ১৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছিল আদালত। কিন্তু সেদিন বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি।

আরএস/আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!