সীতাকুণ্ডে মায়ের সঙ্গে অভিমান করে মেহেদী হাসান মিনহাজ (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুমিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার মাহবুব হুজুরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কিশোর মেহেদী হাসান মিনহাজ ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে অভিমানী মায়ের আত্মঘাতী, রেখে গেল ৮ বছরের মেয়ে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে মেহেদী রান্নাঘরে গিয়ে খাবার চাইলে তার মা সাহেদা আক্তার বকা দেন। এরপর অভিমান করে মেহেদী মায়ের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেলা ১২টার দিকে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় স্বজনরা বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে তিনি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাইল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কিশোর মেহেদী মায়ের কাছে খাবার চাইলে তার মা তাকে বকাঝকা করেন। একপর্যায়ে সে অভিমান করে রুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ওসি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।