সীতাকুণ্ডে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি অজগর সাপ। স্থানীয়রা পিটিয়ে মারতে উদ্যত হলেও কিছু যুবক সাপটিকে উদ্ধার করে পাহাড়ে ছেড়ে দিয়েছেন।
শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে ফৌজদারহাট সিডিএ এলাকায় এ ঘটনা ঘটে৷
জানা যায়, বিকেলে খাবারের সন্ধানে ১৪ ফুট লম্বা একটি অজগর সিডিএ এলাকায় ঘোরাফেরা করছিল৷ সাপটিকে দেখে স্থানীয়রা পিটিয়ে মারতে উদ্যত হয়। খবর দেওয়া হয় বন কর্মকর্তাদেরও। তবে স্থানীয়রা পিটিয়ে মারার আগেই আগেই কয়েকজন যুবক সাপটিকে সিডিএ পাহাড়ে ছেড়ে আসেন।
সিএম/জেডএইচ