খাদ্যসামগ্রী নিয়ে পানিবন্দী মানুষের পাশে নোমান আল মাহমুদ এমপি

নগরে ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের পানিবন্দী অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় চারশ মানুষের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল— চাল, ডাল, আটা, চিনি, গুঁড়ো দুধ, লবণ ও তেল।

আরও পড়ুন: শত মানুষের ঘরে গেল মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাদ্যসামগ্রী

এসময় সাংসদ নোমান আল মাহমুদ বলেন, প্রকৃতিক দুর্যোগে কারো হাত নেই। দুর্যোগে আপনারা সকলে সতর্ক থাকবেন। ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার পানিবন্দী ও বন্যাকবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, আব্দুর রহিম, শাকিল আহমদ, সেলিম রনি, এমদাদুল হক টিপু, মো. সেলিম, ওমর আলী, আব্দুস সালাম ও আতিকুর রহমান আতিক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm