খাজা শিপইয়ার্ডে লাশ—লোহার টুকরো মাথায় পড়ে শ্রমিক নিহত  

সীতাকুণ্ডের সাগর উপকূলের একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় তছলিম উদ্দিন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেস্বর) দুপুর ১টার সময় উপজেলার মাদামবিবিরহাট খাজা শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

তছলিম ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট মাঝির বাড়ি এলাকার বাসিন্দা মো. আলম ড্রাইভারের ছেলে।

আরও পড়ুন : শিপইয়ার্ডে লোহার শিটে পা আটকে মারা গেল শ্রমিক

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মাদামবিবিরহাট সাগর উপকূলের খাজা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করছিলেন হুইচ মেশিন অপারেটর তছলিম উদ্দিন। এ সময় হটাৎ লোহার বড় একটি শিটের টুকরো তার উপর এসে পড়লে তিনি গুরুতর আহত হন। ইয়ার্ডের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাজা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আমাদের খবর দেয়নি। পরে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে জানতে পারি  দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু  হয়েছে। বিকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm