খাগড়াছড়িতে প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা

খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় আড়াই হাজার হতদরিদ্র মানুষ চিকিৎসাসেবা দেওয়া হয়।

সোমবার (১৮ অক্টোবর) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট এবং ব্যাচ ০২-০৪ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে দন্ত, খৎনা, চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয়, মাতৃ সেবাসহ সেবা গ্রহীতাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুন: সম্প্রীতি সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হবে : আ জ ম নাছির

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে। ভবিষ্যতে যেকোনো ধরনের মানবিক কাজে সহায়তারও আশ্বাস দেন তিনি।

এর আগে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ও ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া।

লায়ন জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, আহ্বায়ক শাহরিয়ার ইউনুস এবং এসএসসি ও এইচএসসি ০২-০৪ বাংলাদেশ-এর এডমিন জীবনানন্দ দাশ।

আয়োজকরা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতায় এ কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!