রাতের কাভার্ডভ্যান ভোরে উধাও, সিসি ক্যামেরা ধরিয়ে দিল চোর

নগরে কাভার্ডভ্যান চোরচক্রের দুসদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

বুধবার (১২ এপ্রিল) সকালে বন্দর নিমতলা ও হালিশহর চৌধুরীপাড়া এলাকা থেকে তাদের আটক করে বন্দর থানা পুলিশ।

আটকরা হলেন— মো. ফখরুল ইসলাম রাব্বি ও মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: ‘চোর’ ডাকায় শিশুকে জবাই করে খুন করেছিল প্রতিবেশী নারী

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল রাত ২টার দিকে উদ্ধার করা কাভার্ডভ্যান নিমতলা বন্দর ট্রাক মালিক সমিতির অফিসের সামনে রেখে বাসায় চলে যান চালক আমির হোসেন। পরদিন সকাল ১০টায় এসে দেখেন ওই জায়গায় গাড়িটি নেই। এরপর বিষয়টি তিনি গাড়ির মালিককে জানান। পরে খোঁজ করে না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ১১ এপ্রিল সকাল ৬টার দিকে এক ব্যক্তি কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় মালিক বন্দর থানায় মামলা করেন। এরপর পুলিশ চোরচক্রের দুসদস্যকে আটক করে কাভার্ডভ্যানটি উদ্ধার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বন্দর থানার নিমতলা এলাকা থেকে ফখরুল ইসলাম রাব্বিকে আটক করি। পরে তার দেওয়া তথ্যে হালিশহর চৌধুরীপাড়া টোল রোড সংলগ্ন জামালের গ্যারেজের সামনে থেকে চুরি করা কাভার্ডভ্যানটি উদ্ধারসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

এসআই আরও বলেন, আটকরা চোরচক্রের সদস্য। তারা গাড়ির পার্টস খুলে বিক্রি করেন। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না সেটি বের করার চেষ্টা করা হচ্ছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm