প্রধানমন্ত্রীর জন্মদিনে কোরআনে হাফেজদের খাবার দিল পাঁচলাইশ থানা ছাত্রলীগ

ছোট শিশুদের সবাই কোরআনে হাফেজ। নগরের সৈয়দ হযরত হামজা খাঁ তাহফিজুল কোরআন সুন্নিয়া একাডেমির ছাত্র।

হাফেজ জাহিদুল ইসলামের পরিচালনায় কোরআনের খতম শেষ করে মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য করলো দু’হাত তুলে দোয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

আরও পড়ুন : ‘বঙ্গবন্ধুকন্যার জন্মদিন’—পটিয়ায় গণর‌্যালিতে ৫০ হাজার মানুষের ভালোবাসা

এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা সায়ায়েত জিকু, আজিজুল হক সামিম, মোহাম্মদ গিয়াস, ইশমাম আহম্মেদ, নিজাম উদ্দিন কাউসার, রকিবুল হাসনাত, মোহাম্মদ হৃদয়, অহিদ চৌধুরী, জিয়া উদ্দিন জনি, হাসান রাব্বি, তানজিল মাহি, সালমান, মো, সাব্বির, রামিম, পূণ্য বড়ুয়া, ইমরান মালেক, নয়ন ইসলাম, রাফি, রবিন, সাকিল, মনির প্রমুখ।

দোয়া মাহফিল শেষে এতিম ও কোরআন হাফেজদের মাঝে খাবারের বিতরণ করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm