এবার কোতোয়ালি থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আগামী এক বছরের জন্য এ কমিটি করা হয়।
সোমবার (১৩ জুন) রাতে ২০১ জনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার।
কোতোয়ালি থানা ছাত্রলীগে অনিন্দ্য দেবকে সভাপতি ও ফাহিম আল শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতি করা হয়েছে ৩৮ জনকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ৩২ জনকে ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ৩১ জনকে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগে হ-য-ব-র-ল, খুনের মামলার আসামি—অছাত্রদের দখলে কোতোয়ালী কমিটি
কমিটিতে ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম। উপছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে আরও ৪ জনকে। ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন ইশরাত জাহানকে। উপছাত্রী বিষয়ক সম্পাদক করা হয়েছে ২ জনকে।
কৃষি বিষয়ক সম্পাদক হয়েছেন নূর ইসলাম জিকুকে, উপকৃষি বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন আশরাফুল জামান চৌধুরী, উপকর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন নবাব আশরাফ, উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ৪ জন। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছেন ছোটন বণিক, উপকর্মসংস্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
অর্থ সম্পাদক হয়েছেন ইশরাক দোভাষ, উপঅর্থ সম্পাদক করা হয়েছে ৪ জনকে। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, উপআইন বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান রানা, উপপরিবেশ বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন লিয়াকত খান, উপস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। বিজ্ঞান বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ হারুন ওয়াসিফ, উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
সাহিত্য বিষয়ক সম্পাদক হয়েছেন অন্তু দাশ, উপসাহিত্য বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন আসিফ আজগর হ্নদয়, উপগণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হয়েছেন ভাস্কর নন্দী, উপনাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মিনহাজুল আবেদীন মিরাজ, উপমুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আজগর হোসেন, উপমানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মাঈনুল হাসান, উপতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন ওমর ফারুক বাদশা, উপধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
গণশিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন উৎপল কর্মকার, উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন ইশহাক হোসেন, উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন অঞ্জন দাশ, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। সমাজসেবা বিষয়ক সম্পাদক হয়েছেন অনিন্দ্য দাশ অর্ঘ্য, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জুনায়েদ সাফিয়ান, উপক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন তানবীর আহমেদ সৌরভ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন ঈমান রাজবীর, উপপাঠাগার বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন মাঈনুদ্দিন হাসান আলী, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে ২ জনকে।
প্রচার সম্পাদক হয়েছেন প্রীতম দে পিয়াল, উপপ্রচার সম্পাদক করা হয়েছে ৪ জনকে। দপ্তর সম্পাদক হয়েছেন দ্বীপ কর্মকার প্রান্ত, উপদপ্তর সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আবুল হাসনাত, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে ৪ জনকে। শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন দুর্জয় আচার্য্য, উপশিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের ২ কমিটির বদলে এলো ৪ পাল্টা কমিটি
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন অনয় ধর, উপসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে ৪ জনকে।
এছাড়া ৪৫ জনকে সহসম্পাদক এবং ৪০ জনকে সদস্য করা হয়েছে কমিটিতে।
এর আগে গত ১৪ মে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা ছাত্রলীগের ১৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর এক মাস পর এবার পাল্টা কমিটি ঘোষণা করেছেন সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নগর ছাত্রলীগের একাংশ।
এএইচ/আলোকিত চট্টগ্রাম