চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীকে হঠাৎ বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পদায়ন করা হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ এ আদেশ দেন। আদেশে কোতোয়ালীর ওসি ফজলুল কাদের চৌধুরীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশে হঠাৎ বড় রদবদল, ৪ থানায় নতুন ওসি
এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ জোনের উপকমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হয়। তাঁর স্থলে পদায়ন করা হয় বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানাকে।
আরবি/আলোকিত চট্টগ্রাম