কোটি টাকার স্বর্ণ বিমানে লুকিয়ে রেখে ধরা খেল শাহ আমানতে

সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইটে চট্টগ্রাম আসা এক যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ শুক্রবার (২২ জুলাই) সকালে কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মো. মিজানের (৩০) বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপকমিশনার একেএম সুলতান মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ ফ্লাইটের যাত্রী মিজান সন্দেহজনকভাবে চলাফেরা ও ওয়াশরুমের দিকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান।

এ সময় তার হাতব্যাগের ভেতর বিশেষভাবে লুকানো ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা স্বর্ণের বারগুলো জব্দ করে তাকে আটক করেন। তাকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm