কৈবল্যধামের মহারাজকে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে জেলে গেল হিন্দু যুবক

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কৈবল্যধাম মন্দিরের মহারাজসহ ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট করার মামলায় ক্লিনটন ঘোষকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে এজহারভুক্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ।

কাউন্টার টেরোরিজমের এডিসি আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্লিনটন ঘোষসহ পলাতক অন্য অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কৈবল্যধাম মন্দিরের বর্তমান প্রধান মোহন্ত মহারাজসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সম্পর্কে মানহানিকর কমেন্টসহ পোস্ট করেছে। এ বিষয়ে ২০২১ সালের ১৯ জুলাই কৈবল্যধামের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রদীপ কুমার দত্ত
বাদী হয়ে নগরের আকবরশাহ্ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় বাধা, হিন্দুদের হাজারো লোক ঘেরাও করল কৈবল্যধাম মন্দির

তিনি বলেন, সেই মামলার সূত্র ধরে এজাহারভুক্ত অভিযুক্তকে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তর কাছ থেকে জব্দ মোবাইল ফোন ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৈবল্যধাম মন্দিরের বর্তমান প্রধান মোহন্ত মহারাজসহ ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যদের সম্পর্কে মানহানিকর কমেন্টসহ পোস্ট করেছেন বলে জানান। এছাড়া জব্দ করা মোবাইল ফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।

Yakub Group

গ্রেপ্তার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও আইনি কার্যক্রম চলমান আছে বলেও জানান আসিফ মহিউদ্দিন।

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm