ফ্রি ফায়ার গেম কেড়ে নিল কিশোরের প্রাণ

মায়ের সঙ্গে অভিমান করে মো. সিফাত (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪টায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী সিফাত একই এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে। সে উত্তর গুজরা বায়তুল উলুম মাদরাসার নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

আরও পড়ুন: ডান পা অকেজো হওয়ায় ধরতে পারেননি ব্রেক, হারিয়ে গেল ৫ প্রাণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে বারণ করায় মায়ের সঙ্গে অভিমান করে ওড়না পেচিয়ে নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ওই কিশোর ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।

এ বিষয়ে রাউজান থানার উপপরিদর্শক (এস আই) মনির আলোকিত চট্টগ্রামকে বলেন, মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত কিশোরকে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm